ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনায় আক্রান্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:৩০, ৮ অক্টোবর ২০২০
করোনায় আক্রান্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান

করোনায় আক্রান্ত হয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। বুধবার এক টুইটে তিনি কোভিড-১৯ পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, গ্রান্ডি তার টুইটে জানিয়েছেন, তার করোনায় আক্রান্তের লক্ষণগুলো হালকা।

তিনি বলেছেন, ‘টেস্টে কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর আমি আইসোলেশনে রয়েছি এবং বাড়ি থেকে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির বৈঠকে সম্পৃক্ত থাকছি। আমার লক্ষণগুলো হালকা এবং আশা করছি শিগগিরই সুস্থ হব।’

জনগণকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘স্মরণ করিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে হাত ধুয়ে নিন, দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক পরুন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়