ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আঞ্চলিক যুদ্ধে মোড় নিতে পারে আর্মেনিয়া-আজারবাইজানের সংঘাত 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ৭ অক্টোবর ২০২০  
আঞ্চলিক যুদ্ধে মোড় নিতে পারে আর্মেনিয়া-আজারবাইজানের সংঘাত 

বিতর্কিত অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই আঞ্চলিক যুদ্ধ উস্কে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই হুঁশিয়ারি দিয়ে উভয় দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

নাগরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই বুধবার ১১তম দিনে গড়ালেও যুদ্ধ অবসানের কোনো ইঙ্গিত মিলছে না। যুদ্ধে এ পর্যন্ত ৩৬০ জনের বেশি নিহত হয়েছে।

ইরানের সঙ্গে আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্ত রয়েছে। ঘনিষ্ঠমিত্র তুরস্ক এই যুদ্ধে আজারবাইজানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আবার আর্মেনিয়ার সঙ্গে পরাশক্তি রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ফলে এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা তেহরানের।

প্রেসিডেন্ট রুহানি টেলিভিশনে দেওয়া ভাষণে বুধবার বলেছেন, ‘আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই যেন আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় না নেয় সেজন্য আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়