ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংঘাত অবসানে আর্মেনিয়ার সঙ্গে আলোচনায় বসছে আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৯ অক্টোবর ২০২০  
সংঘাত অবসানে আর্মেনিয়ার সঙ্গে আলোচনায় বসছে আজারবাইজান

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে শুরু হওয়া যুদ্ধ অবসানে মস্কোতে আর্মেনিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজী হয়েছে আজারবাইজান। শুক্রবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জিহান বায়রামভ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শান্তি আলোচনায় অংশ নিতে  আজেরির পররাষ্ট্রমন্ত্রী জিহান বায়রামভ ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব এমনাতসাকানায়ানকে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া।

১৩ দিন ধরে বিতর্কিত নাগরনো-কারাবাখ নিয়ে লড়াই চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার। এ সংঘাতে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ‘বাকু ও ইয়েরিভান মস্কোতে আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।’

তিনি বলেন, ‘আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনায়ানের সঙ্গে একাধিকবার টেলিফোনে আলোচনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট নাগরনো-কারাবাখে সামরিক  সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়