ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুক্তি পেলেন কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১৩ অক্টোবর ২০২০   আপডেট: ১০:২৮, ১৪ অক্টোবর ২০২০
মুক্তি পেলেন কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

জম্মু ও কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে। গত বছর আগস্টে কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর তাকে আটক করা হয়েছিল।

গত সেপ্টেম্বরে ভারতের সর্বোচ্চ আদালত সরকারের কাছে জানতে চেয়েছিল, ‘কত দিন মেহবুবা মুফতিকে আটক রাখা হবে?’ এই প্রশ্নের উত্তর দিতে জম্মু ও কাশ্মিরের প্রশাসনকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। ওই সময় শেষ হওয়ার এক দিন আগে মুফতিকে মুক্তি দিলো প্রশাসন।

মুফতির মুক্তির কয়েক মিনিটের মাথায় তার কন্যা ইলতিজা মুফতি টুইটারে লিখেছেন, ‘মিসেস মুফতির অবৈধ আটক শেষ পর্যন্ত শেষ হওয়ায় যারা এ পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যাবাদ জানাচ্ছি। আমি আপনাদের সবার কাছে ঋণী। আমি ইলতিজা অ্যাকাউন্ট থেকে সাইন আউট হচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে রক্ষা করুন।’

এক বছর আগে মায়ের টুইটার অ্যাকাউন্ট পরিচালনা শুরু করেন ইলতিজা। এই অ্যাকাউন্টের মাধ্যমে তিনি মায়ের মুক্তির দাবিতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়