ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরানে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ১৭ অক্টোবর ২০২০  
ইরানে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

ইরানে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে ২৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা ৩০ হাজার ১২৩ এ পৌঁছেছে। একই সময় নতুন করে আরও চার হাজার ১০৩ জন আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ২৬ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। 

গত বুধবার ইরানে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। ওই দিন দেশটিতে চার ৮৩০ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন মৃতের সংখ্যাও ছিল সর্বোচ্চ-২৭৯ জন।

সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে রাজধানী তেহরানসহ ইরানের ৩২টি প্রদেশের অধিকাংশগুলো এখনও রেডজোন হিসেবে চিহ্নিত রয়েছে। তেহরানের গভর্নর শহরের একাংশে লকডাউনের মেয়াদ ২৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়