ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মসজিদে নববিতেও নামাজ আদায়ের অনুমতি মিললো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৮ অক্টোবর ২০২০   আপডেট: ২০:১৭, ১৮ অক্টোবর ২০২০
মসজিদে নববিতেও নামাজ আদায়ের অনুমতি মিললো

মক্কার মসজিদুল হারামের পর মদিনায় মসজিদে নববিতেও নামাজ আদায় শুরু হয়েছে। করোনার মহামারি শুরু হওয়ার পর রোববার এই প্রথম সেখানে সাধারণ মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়া হলো।

রোববার সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের মসজিদুল হারামে ফজরের নামাজ আদায় করেছেন। মসজিদে নববিতেও একই দিন নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে।

করোনার প্রাদুর্ভাবের পর মার্চে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে সাধারণ মানুষদের জন্য নামাজ আদায় বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ। গত ৪ অক্টোবর প্রথম ওমরাহযাত্রীদের জন্য মসজিদুল হারাম খুলে দেওয়া হয়। ওই সময় সৌদি সরকার জানিয়েছিল, তিনটি ধাপে ওমরাহ কার্যক্রম চালু করা হবে। প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরাই সুযোগ পাবেন। তৃতীয় ধাপে সুযোগ পাবেন বিদেশ থেকে আসা ওমরাহযাত্রীরা। 

রোববার থেকে দ্বিতীয় ধাপের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। ১৪ দিন মেয়াদের এই ধাপে ওমরাহ করার সুযোগ পাবেন দুই লাখ ২০ হাজার মানুষ। একই সময় দুই মসজিদে নামাজ আদায়ের সুযোগ পাবেন পাঁচ লাখ ৬০ হাজার মানুষ। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়