ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার সর্বোচ্চ শিখর পেরিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১৮ অক্টোবর ২০২০  
করোনার সর্বোচ্চ শিখর পেরিয়েছে ভারত

করোনাভাইরাসের সর্বোচ্চ শিখর পেরিয়ে এসেছে ভারত। রোববার দেশটির সরকার নিযুক্ত এ সংক্রান্ত কমিটি এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির কয়েকটি প্রতিষ্ঠান এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) সদস্যদের নিয়ে গঠিত কমিটি জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে করোনার সংক্রমণ থামবে। ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা হতে পারে ১ কোটি ৫ লাখ। 

কমিটির এক সদস্য বলেছেন, ‘সব বিধিনিষেধ মেনে চললে আগামী বছরের ফেব্রুয়ারির শেষে মহামারিকে নিয়ন্ত্রণে আনা যাবে। তখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা থাকবে খুব সামান্য।’

কমিটি অবশ্য সতর্ক করে দিয়ে বলেছে, বড় জমায়েত সংক্রমণ এক লাফে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাই এখন থেকেই করোনা সংক্রান্ত সাবধানতা বজায় রেখে চলতে হবে।

২৫ মার্চ থেকে চার দফায় টানা ৬৮ দিন লকডাউন ছিল ভারতে। লকডাউন কার্যকর করা না গেলে ভারতে করোনায় মৃতের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছে কমিটি। 

ভারতে এখন করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ছাড়িয়ে। আর আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ লাখ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়