ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১০০ কোটি সিরিঞ্জ মজুদ করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২০ অক্টোবর ২০২০  
১০০ কোটি সিরিঞ্জ মজুদ করছে জাতিসংঘ

২০২১ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী ১০০ কোটি সিরিঞ্জ মজুদ করতে যাচ্ছে জাতিসংঘ। করোনার টিকা প্রয়োগের জন্য এই সিরিঞ্জগুলো ব্যবহার করা হবে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ তাদের গুদামে ৫২ কোটি সিরিঞ্জি মজুদ করার লক্ষ্যমাত্রা রয়েছে। করোনার টিকার জন্য প্রাথমিকভাবে বিভিন্ন দেশে এর সরবরাহ নিশ্চিতের জন্য তারা সিরিঞ্জ মজুদ করতে চাচ্ছেন।

সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, ‘টিকা ডোজ অনুপাতে বিশ্বে সিরিঞ্জের প্রয়োজন পড়বে।’ সিরিঞ্জের জন্য আরও পাঁচ হাজার সেফটি বক্স কেনা হচ্ছে বলেও জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েতা ফোর বলেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বকে করোনার টিকা দেওয়া হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় গণউদ্যোগ এবং যত দ্রুত টিকা উৎপাদন হবে তত দ্রুত আমাদের পদক্ষেপ নিতে হবে।’

তিনি বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের কাছে ৫০ লাখের বেশি সিরিঞ্জ থাকবে যেগুলো দ্রুত ও স্বল্পমূল্যে পাঠানো যাবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়