RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১১ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

ট্রাম্পকে ‘ক্ষেপাটে চাচা’ বললেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২২ অক্টোবর ২০২০  
ট্রাম্পকে ‘ক্ষেপাটে চাচা’ বললেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ক্ষেপাটে চাচা’ আখ্যায়িত করেছেন পূর্বসূরী বারাক ওবামা। বুধবার প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্রেট পার্টির জো বাইডেনের পক্ষে পেনসিলভানিয়ায় প্রচারণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা ও করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন ওবামা।

তিনি বলেন, বাইডেন জিতলে ‘আমরা এমন প্রেসিডেন্ট পাবো না যিনি তাকে সমর্থন না করায় কাউকে অপমান করবেন বা জেলে ঢোকানোর হুমকি দেবে। এটা প্রেসিডেন্টের স্বাভাবিক আচরণ হতে পারে না।’

নিজের দলে এখনও ব্যাপক জনপ্রিয় সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ভোটাররা নিজেদের পরিবারের সদস্যদের কাছে থেকেও এমন আচরণ সহ্য করবে না। ‘কেবল কোথাও কোথাও হয়তো ক্ষেপাটে চাচার ক্ষেত্রে এমনটা (আচরণ সহ্য) হতে পারে।’

ট্রাম্পের সমর্থকদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘এরপরও কেন অনেকে এ বিষয়ে অজুহাত দেয়? ও, আচ্ছা, এটা কেবল মাত্র তিনি বলে। না, এটা কেবল তিনি নন। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া আছে। এগুলো অন্যান্য মানুষকে নির্দয় হতে উৎসাহিত করে। বিভেদ সৃষ্টিকারী হতে, বর্ণবাদী হতে উৎসাহিত করে। এটি আমাদের সমাজের কাঠামোকে নষ্ট করে দেয়। এইসব আচরণই কারণ, এইসব চরিত্রই কারণ।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়