ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ৬০ কোটি ডলার দিচ্ছে দাতাগোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:২৫, ২৩ অক্টোবর ২০২০
রোহিঙ্গাদের জন্য ৬০ কোটি ডলার দিচ্ছে দাতাগোষ্ঠী

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার জন্য আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ৬০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২০ সালে রোহিঙ্গাদের সহায়তার জন্য ১০০ কোটি ডলারের ফান্ড তৈরির লক্ষ্যমাত্রা ছিল। তবে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম সংগৃহীত হয়েছিল।

বৃহস্পতিবার ঘোষিত তহবিলের সবচেয়ে বড় জোগানদাতা যুক্তরাষ্ট্র। দেশটি নতুন ফান্ডে ২০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে ইউরোপীয় ইউনিয়ন ১১ কোটি ৩০ লাখ এবং ব্রিটেন ছয় কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশ এই তহবিলে অর্থের জোগান দেবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্দি বলেছেন, ‘মানবিক আহ্বানে সাড়া দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মোট ৫৯ কোটি ৭০ লাখ ডলারের তহবিল সরবরাহের শক্তিশালী প্রতিশ্রুতি দিয়েছে।’

মিয়ানমারের সেনা অভিযানের মুখে প্রাণে বাঁচতে ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। এ পর্যন্ত সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়