RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৩ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ৯ ১৪২৭ ||  ০৬ রবিউস সানি ১৪৪২

ফ্রিজ-এসি আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৩ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:১৬, ২৪ অক্টোবর ২০২০
ফ্রিজ-এসি আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

ফ্রিজ ও এসি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। স্থানীয় উৎপাদনকারীদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসিসহ ফ্রিজের আমদানি নিষিদ্ধ তালিকা সংশোধন করা হচ্ছে। এর আগে গত জুনে টিভি সেট আমদানির ক্ষেত্রে কিছু নিয়ম জারি করা হয়। ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড-এর কাছ থেকে আমদানিকারকদের লাইসেন্স নেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র ফ্রিজসহ এয়ারকন্ডিশনার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, স্প্লিট পদ্ধতির এবং অন্যান্য এয়ার কন্ডিশনের ওপর এই নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, ভারতে আমদানিকৃত এয়ার কন্ডিশনের বেশিরভাগ যায় রেফ্রিজারেন্টস-সহ। এক তৃতীয়াংশ যায় বিদেশ থেকে। এর মধ্যে এগিয়ে রয়েছে থাইল্যান্ড ও চীন।

সূত্র: হিন্দুস্থান টাইমস, জি নিউজ

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়