ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘কয়েক সপ্তাহের মধ্যে টিকার ঘোষণা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৩ অক্টোবর ২০২০  
‘কয়েক সপ্তাহের মধ্যে টিকার ঘোষণা’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর শেষ বিতর্কে যে কয়টি বিষয় আলোচনায় ছিল তার অন্যতম করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা।

বৃহস্পতিবার টেনেসির ন্যাশভিলে অনুষ্ঠিত বিতর্কে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন দাবি করেছেন, আসন্ন শীতে করোনাভাইরাসে মৃত্যু ঠেকাতে ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। 

তিনি বলেছেন, ‘দুই লাখ ২০ হাজার আমেরিকানের মৃত্যু হয়েছে। আপনি যদি অন্যকিছু শুনে না থাকেন, তাহলে আজ রাতে আমি বলছি, এটা শুনুন। যে কেউ এই বিপুল সংখ্যক মৃত্যুর জন্য দায়ী তার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে থাকা উচিত নয়। আমরা অজানা শীত মৌসুমের দিকে যাচ্ছি। এবং তার (ট্রাম্প) কোনো পরিকল্পনা নেই।’

জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আমরা কাছাকাছি চলে এসেছি। এটি চলে যাচ্ছে।’

টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা টিকা পেতে যাচ্ছি। এটি প্রস্তুত, কয়েক সপ্তাহের মধ্যে এই ঘোষণা আসতে যাচ্ছে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়