ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পুনরায় ক্রুসেড শুরু করতে চাচ্ছে পশ্চিমারা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২৮ অক্টোবর ২০২০  
‘পুনরায় ক্রুসেড শুরু করতে চাচ্ছে পশ্চিমারা’

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামকে পরিহাস করে ‘ক্রুসেড পুনরায় শুরু করতে চাচ্ছে।’

বুধবার পার্লামেন্টে তার নিজের দল একে পার্টির আইনপ্রণেতাদের প্রতি দেওয়া ভাষণে এরদোয়ান এই মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, মহানবীর প্রতি অবমাননাকর কর্মকাণ্ডে বিরুদ্ধে আমাদের দাঁড়ানো একটি সম্মানজনক বিষয়। আঙ্কারা দীর্ঘমেয়াদে অচলাবস্থার মধ্যে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেছিলেন এক শিক্ষক। এ ঘটনায় চেচেন বংশোদ্ভূত এক মুসলিম ওই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশের অভিযানে হামলাকারী নিহত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই ব্যঙ্গচিত্র প্রসঙ্গে বলেছিলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না।’ তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি মুসলিম বিশ্বকে ফরাসি পণ্য বর্জনের ডাকও দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবদোতে এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।

শার্লি হেবদোতে প্রকাশিত নিজের ব্যঙ্গচিত্র প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখনও সেই ব্যঙ্গচিত্র দেখিনি। কারণ এই অনৈতিক প্রকাশনার দিকে তাকানোও আমি ভুল বলে মনে করি।’

এরদোয়ান জানান, ‘আমাকে লক্ষ্য করে জঘন্য হামলার চেয়ে নবীকে অবমাননায় আমি বেশি ক্রুদ্ধ।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়