ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, ১৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ৩০ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:০৮, ৩০ অক্টোবর ২০২০
২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, ১৬০ জনের মৃত্যু

সেনেগাল উপকূলে ২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৬০ জন ডুবে মারা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও জাতিসংঘের অভিবাসী সংস্থা। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসী সংস্থা জানিয়েছে ২০০ জন যাত্রী নিয়ে নৌকাটি সেনেগালের মৎস রাজধানী এমবর থেকে ছাড়ে। সেখান থেকে ছাড়ার কয়েক ঘণ্টা পর রাজধানী ডাকার থেকে ১০০ কিলোমিটার দূরে যাওয়ার পরই নৌকাটিতে আগুন ধরে যায়। দ্রুত সেখানে স্পেন ও সেনেগালের নৌবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ ছাড়া জেলেরাও এগিয়ে আসে উদ্ধার কাজে। তারা ৬০ জনের মতো অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকিরা ডুবে মারা যায়।

সাম্প্রতিক সময়ে এই রুটে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের চাপ বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে গেল সেপ্টেম্বর মাসেই ১৪টি নৌকায় করে ৬৬৩ জন অভিবাসীকে সমুদ্রে ভাসতে দেখা গেছে। তার মধ্যে ২৬ শতাংশ নৌকাডুবির ঘটনার শিকার হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে গেল বছর ক্যানারি দ্বীপে ২ হাজার ৫৫৭ জন অভিবাসী এসেছিলেন অবৈধ পথে। এবার সেই সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি, ১১ হাজার!

এই রুটে ২০১৯ সালে মারা গিয়েছিল ২১০ জন। এবার অক্টোবর পর্যন্তই মারা গেছে ৪১৪ জন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়