ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘চিকিৎসকরা অর্থের জন্য করোনায় মৃতের সংখ্যা বাড়াচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ২২:৫০, ৩১ অক্টোবর ২০২০
‘চিকিৎসকরা অর্থের জন্য করোনায় মৃতের সংখ্যা বাড়াচ্ছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চিকিৎসকরা অর্থের জন্য করোনায় মৃতের সংখ্যা বাড়িয়ে বলছেন। শুক্রবার মিশিগানের ওয়াটারফোর্ড টাউনশিপে নির্বাচনী প্রচার র‌্যালিতে এ দাবি করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, ‘কেউ কোভিডে মারা গেলে আমাদের চিকিৎসকরা অনেক বেশি অর্থ পাচ্ছেন। আপনারা সেটা জানেন নিশ্চয়ই। আমি বোঝাচ্ছি, আমাদের চিকিৎসকরা অনেক বেশি স্মার্ট। তাই তারা যেটা বলে সেটা হচ্ছে, ‘আমি দুঃখিত কিন্তু সবাই কোভিডে মারা গেছে।’

ট্রাম্প অবশ্য তার এই দাবি বিপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। 

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশটিতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বিপুল সংখ্যক এই রোগীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসাকর্মীদের। শুক্রবার দেশটিতে নতুন করে ৯০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা করোনা প্রাদুর্ভাবের পর সর্বোচ্চ সংখ্যা। একই সময় মারা গেছে ৯২৯ জন আক্রান্ত।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়