ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৩ নভেম্বর ২০২০  
৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে চার দিন পর তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পশ্চিমের শহর ইজমির থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে ইজমিরে ভূমিকম্পে অন্তত ১০৪ জনের মৃত্যু হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন বছরের শিশুটির নাম আয়দা। ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে উদ্ধারের পর বাবা তাকে জড়িয়ে ধরে রেখেছে। শিশুটিকে উদ্ধারের পর আশেপাশে জড়ো হওয়া মানুষ আনন্দে চিৎকার করে ওঠে।

উদ্ধারকর্মী লেভেন্ট ওনুর বলেন, ‘সে (শিশুটি) হেসেছে, আমাদের জন্য সে অপেক্ষা করছিল।’

তিনি জানান, শিশুটি একটি ওয়াশিংমেশিনের পেছনে আটকা পড়েছিল। এর ফলে সে আহত হওয়া থেকে বেঁচে গেছে। 

তুরস্কের মন্ত্রিসভার মন্ত্রি মুরাত কুরুম টুইটারে লিখেছেন, ‘৯১ ঘণ্টা পর আমাদের অলৌকিক ঘটনার নাম আয়দা। ধন্যবাদ স্রষ্টা।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়