ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ট্রাম্পের এখন বাড়ি ফেরার সময়’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৩ নভেম্বর ২০২০  
‘ট্রাম্পের এখন বাড়ি ফেরার সময়’

এবারের প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের জন্য নতুন ইতিহাস হবে। দেশটির কোনো নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে আরেকজনকে এতোটা বিষেদাগার করতে দেখা যায়নি, যতোটা করেছেন ট্রাম্প ও জো বাইডেন।

সোমবার ভোটের আগের দিন দুই প্রার্থীই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে জোরেসোরে প্রচারণা চালিয়েছেন। এসময় দুজনই একে অন্যের বিরুদ্ধে কথা বলেছেন।

ট্রাম্প তার প্রচারণা র‌্যালিতে বলেছেন, ‘বাইডেন আমেরিকাকে কারাগারে রূপান্তর করবেন।’ এসময় তার সমর্থকরা চিৎকার দিয়ে বলেছে, ‘তাকে কারারুদ্ধ করুন।’

ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘আমার বার্তা সাধারণ : দেশের ক্ষমতা বদলের শক্তি আপনাদের কাছে। কে ভোট দিতে যাবে সেটা প্রেসিডেন্ট কখনো নির্ধারণ করতে পারেন না। ভোটাররাই নির্ধারণ করেন কে প্রেসিডেন্ট হবে।’

ট্রাম্প একটি কলঙ্ক উল্লেখ করে তিনি বলেন, ‘ট্রাম্পের এখন ব্যাগ গোছানোর এবং বাড়ি ফিরে যাওয়ার সময়।’

স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগেই অবশ্য ডাকযোগে কিংবা নির্ধারিত স্থানে স্বশরীরে হাজির হয়ে প্রায় ৯ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছেন। ২০১৬ সালে যত ভোট পড়েছিল এটি তার ৭০ শতাংশ। দেশটির ইতিহাসে বিপুল সংখ্যক এই আগাম ভোট রীতিমতো রেকর্ড।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়