ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অনিশ্চয়তা ও উদ্বেগ আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি ডেকে আনছে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ৮ নভেম্বর ২০২০  
‘অনিশ্চয়তা ও উদ্বেগ আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি ডেকে আনছে’

করোনাভাইরাসের এই মহামারিকালে অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট বৈশ্বিক অনিশ্চয়তা ও উদ্বেগ আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি ডেকে আনছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের চিফ ডিফেন্স অব স্টাফ নিক কার্টার এই আশঙ্কার কথা জানিয়েছেন।

সংঘাতে যুক্তরাজ্যের হতাহত সেনাদের বার্ষিক স্মরণ অনুষ্ঠান রিমেম্বারেন্স সানডে উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে কার্টার বলেন, আঞ্চলিক উত্তেজনা ও ভুল বিচার হয়তো শেষ পর্যন্ত বিস্তৃত সংঘাতের পথে নিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমারা একটি সময়ে বাস করছি যেখানে বিশ্ব অত্যন্ত অনিশ্চিত ও উদ্বেগপূর্ণ স্থান এবং অবশ্যই বৈশ্বিক প্রতিযোগিতার গতিশীলতা আমাদের জীবনের একটি উপাদান। আমি মনে করি, প্রকৃত ঝুঁকি হচ্ছে আমাদেরকে অনেক বেশি আঞ্চলিক সংঘাতের মধ্য দিয়ে যেতে হচ্ছে এই মুহূর্তে। আপনারা হয়তো দেখতে পাবেন ভুল হিসেব-নিকেশ সংঘাতের দিতে নিয়ে যাচ্ছে।’

আরেকটি বিশ্বযুদ্ধের হুমকি রয়েছে কিনা  জানতে চাইলে কার্টার বলেন, ‘আমি বলছি এটি ঝুঁকি এবং আমাদের সেসব ঝুঁকির ব্যাপারে সজাগ থাকা প্রয়োজন।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়