ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান সৌদি বাদশাহর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:০৩, ১২ নভেম্বর ২০২০
ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান সৌদি বাদশাহর

ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। মঙ্গলবার সরকারের শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বার্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানিয়েছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে বাদশাহ সালমান বলেছেন, ‘সৌদি আরব ইরানের বিপজ্জনক আঞ্চলিক প্রকল্প, অন্য দেশে এর হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ, সাম্প্রদায়িকতার আগুনের তীব্রতা বৃদ্ধির বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, যাতে দেশটির গণবিধ্বংসী অস্ত্র অর্জনের চেষ্টা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধে নিশ্চিত হওয়া যায়।’

শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানকে আঞ্চলিক শত্রু হিসেবে বিবেচনা করে সৌদি। গত সেপ্টম্বরে ভিডিও লিংকে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের  ‘আগ্রাসনের’ বিরুদ্ধে ভাষণ দেওয়ার পর আবারও তেহরানের বিরুদ্ধে মুখ খুললেন সৌদি বাদশাহ। 

সৌদি বাদশাহর মন্তব্যের ব্যাপারে ইরানের তাৎক্ষনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জাতিসংঘে সৌদি বাদশাহর অভিযোগকে ওই সময় ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে মন্তব্য করেছিল তেহরান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়