ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরাজয়ের পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:১২, ১৭ নভেম্বর ২০২০
পরাজয়ের পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন। তবে উপদেষ্টাদের পরামর্শে সেই পথ থেকে সরে আসেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার ওভাল অফিসে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সেনাপ্রধান জেনারেল মাইক মিলি ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলারমসহ জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো যাবে কিনা সে বিষয়ে পরামর্শ চান তিনি। উপদেষ্টারা ট্রাম্পকে হামলার চিন্তা বাদ দেওয়ার পরামর্শ দেন। তারা জানান, এ ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিশাল আকারে সামরিক সংঘাত বেধে যেতে পারে এবং নিজের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন সংঘাত বাধানো উচিত হবে না। 

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন। 

সম্প্রতি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরান ইউরেনিয়াম মজুদ করতে শুরু করেছে। পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে ১২ গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়