ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৮ নভেম্বর ২০২০  
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নিয়ন্ত্রিত একটি ফাউন্ডেশনও রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায়। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন এমন সময় এই নিষেধাজ্ঞা আরোপ করলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ের আর মাত্র দুই মাস বাকী।  

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, খামেনির পৃষ্ঠপোষকতার নেটওয়ার্কের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বোনায়াদ  মোস্তাজাফান নামের এই প্রতিষ্ঠানটি খামেনিই নিয়ন্ত্রণ করেন। এছাড়া আরো ১০ ব্যক্তি ও ৫১ প্রতিষ্ঠানের ওপর নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে। 

মার্কিন অর্থমন্ত্রী  স্টিভেন মানচিন বলেছেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা তার মিত্রদের দাতব্য সংস্থার ছদ্মাবরণে পুরষ্কার দিতে বোনায়াদ  মোস্তাজাফানকে ব্যবহার করতেন। যেসব কর্মকর্তা ও সম্পদ উপার্জনের মাধ্যমে দেশটির শাসকরা তাদের জনগণের ওপর নিপীড়ন চালানো অব্যাহত রাখবে সেগুলোকে যুক্তরাষ্ট্র  নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হিসেবে রাখবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়