RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০১ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৭ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

এক রাতের ব্যবধানে ১১ কোটি টাকার মালিক যুবক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ২০ নভেম্বর ২০২০  
এক রাতের ব্যবধানে ১১ কোটি টাকার মালিক যুবক

একেই বলে আঙ্গুল ফুলে কলাগাছ। এক রাত আগেও যে যুবকের ব্যাংক ব্যালেন্স বলতে কিছু ছিল না, এক রাত পরেই তিনি কিনা বনে গেলেন ১১ কোটির টাকার মালিক। হ্যাঁ, ইন্দোনেশিয়ায় এমনটাই একটি ঘটনা ঘটেছে। ৩৩ বছর বয়সী জসুয়া হুতাগালানগু নামের এক যুবক রাতারাতি ১১ কোটি টাকার মালিক বনে গেছেন। এক উল্কাপিণ্ড বদলে দিয়েছে তার ভাগ্য।

উল্কাপিণ্ডটি পড়েছিল তার টিনের চালের ছাদে। এরপর ছাদ ফুঁড়ে ঘরের বারান্দার মেঝেতে। ঘরের মেঝে ফুঁড়েও সেটি ১৫ সেন্টিমিটার নিচে চলে যায়। এমন ঘটনায় যারপরনাই বিস্মিত হয়েছিলেন ওই যুবক। যখন উল্কাপিণ্ডটি তার মেঝেতে পরে তখন এটি বেশ উত্তপ্ত ছিল। পরে মেঝে থেকে এটি তোলেন তিনি।

আশ্চর্যজনক বিষয় হলো ২ কেজি ১০০ গ্রাম ওজনের উল্কাপিণ্ডটি ৪ বিলিয়ন বছরের পুরনো। যা একেবারেই বিরল প্রজাতির। যে কারণে এটির মূল্য ডায়মন্ডের চেয়েও বেশি হয়ে যায়। উল্কাপিণ্ডটির প্রতি গ্রামের মূল্য ধরা হয়েছিল ৮৫৭ ডলার। এই দামে মোট ১১ কোটি টাকায় উল্কাপিণ্ডটি বিক্রি করেন তিনি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়