ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাবুলের গ্রিন জোনে ২৩টি রকেট হামলা 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৩২, ২১ নভেম্বর ২০২০
কাবুলের গ্রিন জোনে ২৩টি রকেট হামলা 

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিরাপদ এলাকা গ্রিন জোনে ২৩টি রকেট হামলা হয়েছে। এ ঘটনায় আট বেসামরিক নাগরিক নিহত ও ৩১ জন আহত হয়েছে। শনিবার এ হামলা হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন জানিয়েছে।

কাবুলের এই গ্রিনজোনে বিভিন্ন দেশের দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো অবস্থিত। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, ‘সন্ত্রাসীরা’ একটি ছোট ট্রাক থেকে রকেটগুলো ছুড়েছে। ট্রাকটি কীভাবে নগরীতে প্রবেশ করলো তা জানতে তদন্ত চলছে।

তিনি বলেছেন, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে আট জন শহীদ হয়েছেন এবং আরও ৩১ জন আহত হয়েছেন।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই কর্মকর্তা।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরাদউস ফারামার্জও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

তালেবান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ‘জনসমাগমপূর্ণ স্থানে অন্ধের মতো হামলা চালায় না।’

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘কাবুল শহরে  রকেট হামলার সঙ্গে ইসলামি আমিরাতের মুজাহিদিনদের কোনো সম্পৃক্ততা নেই।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়