ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসলামকে অরাজনৈতিক ধর্ম ঘোষণা দিতে ১৫ দিন সময় দিলেন ম্যাক্রন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২১ নভেম্বর ২০২০  
ইসলামকে অরাজনৈতিক ধর্ম ঘোষণা দিতে ১৫ দিন সময় দিলেন ম্যাক্রন

ইসলাম একটি অরাজনৈতিক ধর্ম এ সংক্রান্ত একটি সনদ লিখতে ফ্রান্সে বসবাসরত মুসলিম নেতাদের ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গত বুধবার ইসলামি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর।

ম্যাক্রন জানিয়েছেন, ফ্রান্সের কাউন্সিল অব ইসলামিক ফেইথকে অবশ্যই এই সনদ মেনে চলতে হবে।

তিনি বলেছেন, সনদে অবশ্যই ফরাসি মূল্যবোধের স্বীকৃতি অন্তর্ভূক্ত করত হবে, ফ্রান্সে ইসলাম শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা ও এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় এবং অন্য কোনো দেশের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বা হস্তক্ষেপ চাওয়া যাবে না।

ম্যাক্রন সতর্ক করে দিয়ে বলেছেন, ‘কেউ যদি এই সনদে স্বাক্ষর না করে তাহলে আমরা তার সমাপ্তি টানব।’ 

বৈঠকে ইমামদের একটি জাতীয় কাউন্সিল গঠনের  বিষয়েও আলোচনা হয়। এই কাউন্সিল ফ্রান্সের কোনো মসজিদে ইমাম নিয়োগের ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়