ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মার্কিন অর্থনীতিকে ধ্বংস করতেই জলবায়ু চুক্তি’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২২ নভেম্বর ২০২০   আপডেট: ২২:৪৫, ২২ নভেম্বর ২০২০
‘মার্কিন অর্থনীতিকে ধ্বংস করতেই জলবায়ু চুক্তি’

প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পক্ষে সাফাই গেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান অর্থনীতিকে ধ্বংস করতেই এই চুক্তি করা হয়েছিল।

রোববার জি-২০ দেশগুলোর ভার্চুয়াল সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ট্রাম্প ২০১৯ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তিনি বরাবরই এই চুক্তিকে ‘একপেশে ও অন্যায্য’ বলে মন্তব্য করে আসছেন।

রোববার ট্রাম্প বলেছেন, ‘আমি অন্যায্য ও একপেশে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলাম। প্যারিস চুক্তি পরিবেশকে রক্ষার জন্য করা হয়নি। এটি আমেরিকার অর্থনীতিকে ধ্বংসের জন্য করা হয়েছিল। আমি লাখ লাখ আমেরিকানের চাকরি সমর্পণ এবং বিশ্বের সবচেয়ে দূষণকারী ও পরিবেশ লঙ্ঘনকারীদের কোটি কোটি ডলার পাঠানোকে প্রত্যাখ্যান করেছি। এবং এটাই ঘটেছে।’

ট্রাম্প বরাবরই পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির পক্ষে কথা বলেছেন। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের গবেষেণার প্রতি তীর্যক মন্তব্য করেছেন তিনি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়