ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন চীনা প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২৫ নভেম্বর ২০২০  
অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন চীনা প্রেসিডেন্ট 

অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার তিনি এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছেন।

শি জিনপিং তার বার্তায় বলেছেন, দুই দেশেরই উচিত ‘কোনো সংঘাত বা মোকাবিলায় জড়িয়ে না পড়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিজয়ী সহযোগিতার স্পৃহা নিয়ে কাজ করা, যাতে বিশ্ব শান্তি ও উন্নয়নকে’ এগিয়ে নিয়ে যাওয়া যায়।

গত ৭  নভেম্বর জো বাইডেনের বিজয় সুনিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম। এরপরই বিশ্বনেতারা বাইডেনকে শুভেচ্ছা জানান। তবে চীন ও রাশিয়া এর থেকে দূরে ছিল। বুধবার চীন শুভেচ্ছা বার্তা পাঠালেও রাশিয়া এখনও এর থেকে দূরে রয়েছে।

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অগ্রগতির ব্যাপারে জিনপিং বলেছেন, ‘দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের খাতিরে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক স্বাস্থ্যবান ও স্থিতিশীল হওয়া প্রয়োজন।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়