ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তাইওয়ানে পার্লামেন্টে শূকরের নাড়িভুড়ি ছুড়লেন বিরোধী দলের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:১৭, ২৭ নভেম্বর ২০২০
তাইওয়ানে পার্লামেন্টে শূকরের নাড়িভুড়ি ছুড়লেন বিরোধী দলের সদস্যরা

যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানিকে কেন্দ্র করে তাইওয়ানের বিরোধী দলের সদস্যরা পার্লামেন্টে শূকরের নাড়িভুড়ি ফেলেছেন। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

বিরোধীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে যে শূকরের মাংস আমদানির অনুমতি দেওয়া হয়েছে তাতে র‌্যাক্টোপামিন রয়েছে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাইওয়ানের সাবেক সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এই উপাদান যুক্ত মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল।

অবশ্য বর্তমান ক্ষমতাসীন দল অভিযোগ অস্বীকার করেছে এবং তারা এই ইস্যুতে পার্লামেন্টে যুক্তিপূর্ণ বিতর্কের আহ্বান জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী সু তিসেং-চ্যাং পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে জবাব দিচ্ছিলেন। এ সময় প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে এক বালতি শূকরের নাড়িভুড়ি ছুড়ে মারেন। বেশ কয়েক জন সদস্য তাইওয়ান স্টেটবিল্ডিং পার্টির নেতাকে চেন ওপা-উইকে ঘুষিও মারেন।

ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি জঘন্য প্রতিবাদ।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়