ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জার্মানিতে করোনা আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৮, ২৭ নভেম্বর ২০২০
জার্মানিতে করোনা আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। শুক্রবার দেশটির রবার্ট কোচ ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজ এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ২২ হাজার ৮০৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬ হাজার ৩৯৪ এ পৌঁছেছে। ২৪ ঘণ্টায় ৪২৬ জন আক্রান্তের মৃত্যু হওয়ায়। একই সময় ৪২৬ জন আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ১৫ হাজার ৫৮৬। 

ইউরোপে সম্প্রতি করোনার সংক্রমণ বাড়লেও জার্মানিতে তুলনামূলকভাবে বৃদ্ধির হার অনেক কম। গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার নতুন সংক্রমিতের সংখ্যা ৮৪২ জন কম ছিল।

করোনা নিষেধাজ্ঞা নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের কঠিন অবস্থানের কারণেই দেশটিতে সংক্রমণের হার কম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ২ নভেম্বর দেশটিতে ‘হালকা মাত্রার লকডাউন’ ঘোষণা করা হয়। এর আওতায় বার, রেস্তোরাঁ, থিয়েটার ও ফিটনেস সেন্টারগুলো বন্ধ থাকবে। তবে স্কুল ও দোকানপাট খোলা থাকবে। বর্তমানে সর্বোচ্চ লোক জমায়েতের সংখ্যা ১০ থাকলেও পহেলা ডিসেম্বর থেকে এটি পাঁচে নামিয়ে আনা হবে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়