ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পরমাণু বিজ্ঞানী হত্যায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৮ নভেম্বর ২০২০   আপডেট: ০৫:৩৬, ২৯ নভেম্বর ২০২০
পরমাণু বিজ্ঞানী হত্যায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান

ইসরায়েলই শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহকে হত্যা করেছে বলে শনিবার দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির গতি থামানো যাবে না।

শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে গুপ্ত হামলা চালানো হয় ইরানের বোমার জনক হিসেবে পরিচিত ফখরিজাদেহ। 

টেলিভিশনে দেওয়া ভাষণে রুহানি বলেছেন, ‘যথাসময়ে’ ইরান ফখরিজাদেহ হত্যার জবাব দেবে। 

তিনিব বলেছেন, ‘ইরানের শত্রুদের জেনে রাখা উচিত ইরানের জনগণ ও কর্মকর্তারা এই অপরাধীদের জবাবহীন ছেড়ে দেওয়ার চেয়েও সাহসী। যথাসময়ে এই অপরাধের জবাব দেওয়া হবে।’

এর আগে এক বিবৃতিতে রুহানি বলেছেন, ‘ভাড়াটে খুনিরা নির্যাতক ইহুদি রাষ্ট্রের।’

এ ব্যাপারে এখনও ইসরায়েলের জবাব পাওয়া যায়নি। তবে ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে। এছাড়া ফখরিজাদেহই তেহরানের পারমাণবিক কর্মসূচি পেছনে রয়েছেন বলে দাবি করেছিল ইসরায়েল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়