ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হংকংয়ের প্রধান নির্বাহীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ২৮ নভেম্বর ২০২০  
হংকংয়ের প্রধান নির্বাহীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, ব্যক্তিগত ব্যাংক হিসাব না থাকায় তাকে বিপুল পরিমাণ নগদ অর্থ বাড়িতে রাখতে হয়। শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে তার কোনো ব্যাংক হিসাব নেই।

হংকংয়ের স্বায়ত্ত্বশাসন খর্ব করতে চলতি বছরের প্রথম দিকে নতুন নিরাপত্তা আইন পাশ করে চীন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ক্যারি ল্যাম ও হংকংয়ের অন্যান্য কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

শুক্রবার রাতে প্রচারিত সাক্ষাৎকারে ল্যাম বলেছেন, ‘সব জিনিসের জন্য আমাকে প্রতিদিন নগদ অর্থ ব্যবহার করতে হয়।’

তিনি বলেন, ‘আপনাদের সামনে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী হিসেবে যিনি বসে আছেন তার জন্য কোনো ব্যাংকিং সেবা নেই।। আমার বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে, সরকার আমাকে নগদ অর্থে বেতন দেয় কারণ আমার কোনো ব্যাংক হিসাব নেই।’

যুক্তরাষ্ট্রের ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ তার জন্য ‘অত্যন্ত সম্মানজনক’ বলেও জানান ল্যাম।

ল্যাম জানান, তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বিশ্বনেতাদের মধ্যে অন্যতম। তার বাৎসরিক বেতন ছয় লাখ ৭০ হাজার মার্কিন ডলার। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়