ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে পারে যুক্তরাজ্য 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২৯ নভেম্বর ২০২০   আপডেট: ২০:৪৭, ২৯ নভেম্বর ২০২০
করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে পারে যুক্তরাজ্য 

বড়দিনকে সামনে রেখে নিষেধাজ্ঞার ভারসাম্য বজায় না রাখলে যুক্তরাজ্য করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে পারে। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এই হুঁশিয়ারি দিয়েছেন।

বিবিসির একটি অনুষ্ঠানে রাবের কাছে করোনার তৃতীয় ঢেউ যুক্তরাজ্য আঘাত হানবে কিনা জানতে চাওয়া হয়। 

জবাবে তিনি বলেন, ‘আমার এখনই ভারসাম্য বজায় রাখতে না পারলে এর ঝুঁকি রয়েছে। তবে এখনও পর্যন্ত সংক্রমণের হার নিম্মমুখী, যা সত্যিই গুরুত্বপূর্ণ।’

করোনার তৃতীয় দ্বিতীয় যদি আঘাত হানেই তাহলে আবারও দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেই সম্ভাবনা  নাকচ করে দেন।

তিনি জানান, জানুয়ারিতে কঠোর নিষেধাজ্ঞায় ফিরে যাওয়া এড়াতে ‘আমাদের যতটুকু সম্ভব’ সবই করা হচ্ছে। 

প্রসঙ্গত, যুক্তরাজ্যে এ পর্যন্ত ১৬ লাখ পাঁচ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫৮ হাজারের বেশি আক্রান্ত। চলতি সপ্তাহে দেশটিতে দৈনন্দিন সংক্রমণের হার কিছুটা কমতির দিকে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়