ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৩:২৬, ৩ ডিসেম্বর ২০২০
অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

প্রথম দেশ হিসেবে নাগরিকদের ব‌্যবহারের জন‌্য ফাইজার-বায়োএনটেকের ভ‌্যাকসিন ব‌্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ‌্য।

বুধবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক খবরে এ তথ‌্য জানানো হয়।

ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কাজ করবে এই ভ‌্যাকসিনটি। এটা এখন ব্যবহারের জন্য নিরাপদ। আগামী কয়েকদিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষজনের ওপর ভ‌্যাকসিনটি প্রয়োগ শুরু হবে।

যুক্তরাজ‌্য ইতিমধ‌্যে ৪ কোটি টিকার ওর্ডার পেয়েছে। দুই ডোজ হিসেবে ২ কোটি মানুষকে এই টিকা দেওয়া যাবে। তবে দ্রুতই ১ কোটি টিকার ডোজ দেওয়া সম্ভব হবে।

এই ভ‌্যাকসিন অনুমোদনের পরও বিশেষজ্ঞরা বলছেন, টিকার প্রয়োগ শুরু হলেও সাবইকে সতর্ক অবস্থায় থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনার সংক্রমণ হলে বা ঝুঁকিপূর্ণ ব‌্যক্তিদের আইসোলেশনে থাকতে হবে।

২০১৯ সালের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ শুরু হয়। এরপর সারা বিশ্বে বেশ কিছু প্রতিষ্ঠান টিকা তৈরির কাজ শুরু করে। ইতিমধ‌্যে বেশ কয়েকটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্বের ৬টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজারের টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়। মাত্র ১০ মাসে এই টিকার আবিষ্কারের প্রক্রিয়া শেষ করে অনুমোদন পেলো ফাইজার।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়