ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশ বন্ধে আইন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:৫০, ২ ডিসেম্বর ২০২০
পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশ বন্ধে আইন করলো ইরান

পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের যাওয়া বন্ধে সরকারকে বাধ্য করতে নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এমনকি এক মাসের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ২০১৫ সালে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল তা অতিক্রমের কথাও বলা হয়েছে আইনটিতে।

গত সপ্তাহে গুপ্ত হামলায় নিহত হন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে তেহরান। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইরানের পার্লামেন্টে পারমাণবিক কর্মসূচি ইস্যু জোরদারে একটি বিল পাশ হয়। তবে ইরানের সবকিছুর শেষ সিদ্ধান্ত যিনি দেন সেই আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

নতুন আইনে ইরান সরকারকে পরমাণু সমৃদ্ধকরণ ২০ শতাংশ বৃদ্ধি এবং নাতাঞ্জ ও ফরদো পারমাণবিক কেন্দ্রে সেন্ট্রিফিউজ স্থাপনে চাপ দেওয়া হয়েছে। এছাড়া পরমাণু চুক্তির ইউরোপীয় পক্ষগুলোকে ইরানের তেল ও আর্থিক খাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে এতে। 

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি অবশ্য এই আইনের সমালোচনা করে বলেছেন, ‘এটি কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়