RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৩ ১৪২৭ ||  ১২ জমাদিউস সানি ১৪৪২

ফ্রান্সে বন্ধ হয়ে যেতে পারে ৭৬ মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:২৮, ৩ ডিসেম্বর ২০২০
ফ্রান্সে বন্ধ হয়ে যেতে পারে ৭৬ মসজিদ

তথাকথিত ধর্মীয় ‘চরমপন্থার’ বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ফরাসি সরকার ‘ব্যাপক ও নজিরবিহীন’ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্ট হিসেবে ৭৬টি মসজিদ চিহ্নিত করা হয়েছে এবং এগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান এ তথ্য জানিয়েছেন।

টুইটারে ডারমানিয়ান লিখেছেন, ‘আগামী দিনগুলোতে এই প্রার্থনার স্থানগুলোতে তল্লাশি চালানো হবে। এই সন্দেহগুলো যদি কখনো নিশ্চিত হওয়া যায়, তাহলে আমি এগুলো বন্ধ করে দিতে বলব।’

তিনি জানিয়েছেন, ‘মৌলবাদে’ সম্পৃক্ততার সন্দেহে ৬৬ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি মুসলমান বাস করে। তবে সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার পর মুসলিমদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ফরাসি সরকার। স্থানীয় মুসলিমদের আশঙ্কা, বিচ্ছিন্ন ঘটনার জন্য ফরাসি সরকার সমষ্টিগত শাস্তির ব্যবস্থা করতে পারে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়