ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্রাইস্টচার্চে হামলা: ইসলামি সন্ত্রাসবাদের হুমকিতে নজর ছিল নিরাপত্তা বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৫২, ৮ ডিসেম্বর ২০২০
ক্রাইস্টচার্চে হামলা: ইসলামি সন্ত্রাসবাদের হুমকিতে নজর ছিল নিরাপত্তা বাহিনীর

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক শ্বেত শ্রেস্ঠত্ববাদীর হামলার আগে নিউ জিল্যান্ডের নিরাপত্তা সংস্থাগুলো একচেটিয়াভাবে ইসলামি সন্ত্রাসবাদের হুমকির ব্যাপারে নজর দিয়েছিল। ক্রাইস্টচার্চের হামলার পরিপ্রেক্ষিতে প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদনে এ তথ্য  জানানো হয়েছে।

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলা চালিয়েছিল শ্বেত শ্রেস্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্ট। ওই ঘটনায় ৫১ জন নিহত হয়। হামলার ঘটনা নিজেই ফেসবুকে লাইভ করেছিল ট্যারান্ট।

রয়েল কমিশন অব ইনকোয়ারি তাদের প্রতিবেদনে ট্যারেন্টের অস্ত্রের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেছে। তবে হামলা ঠেকাতে সরকারি সংস্থাগুলোর কোনো গাফিলতি খুঁজে পায়নি কমিটি।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্ন বলেছেন, ‘এই ইস্যুগুলো হামলা বন্ধ করতে পারতো এমন কোনো কিছু খুঁজে পায়নি কমিশন।।’ তবে নিরাপত্তা বাহিনীর কিছু কিছু ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

কমিশন তাদের ৭৯২ পৃষ্ঠার প্রতিবেদনে যে ৪৪টি সুপারিশ করেছে তার সবগুলো মেনে নেওয়ার এবং বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন আর্দার্ন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়