ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভিন্নমতাবলম্বী ইরানি সাংবাদিকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৩৫, ১২ ডিসেম্বর ২০২০
ভিন্নমতাবলম্বী ইরানি সাংবাদিকের মৃত্যুদণ্ড

২০১৭ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় সহিংসতায় প্ররোচনার দায়ে ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে ফাঁসি দিয়েছে ইরান। শনিবার স্থানীয় সময় ভোরে রুহুল্লাহ জামের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা অনলাইন।

গত জুনে আদালত জামের মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই সময় আদালত বলেছিল, ‘পৃথিবীতে দুর্নীতির’ দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। গুপ্তচরবৃত্তিতে সম্পৃক্ততা কিংবা সরকার উৎখাতের ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকলে ইরান এই অভিযোগ এনে থাকে। জামের বিরুদ্ধে সম্পত্তি ধ্বংস, দেশের অর্থনৈতিক ব্যবস্থা বাঁধাগ্রস্ত, যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ, ফরাসি গোয়েন্দা সংস্থার পক্ষে গোয়েন্দাবৃত্তি এবং আঞ্চলিক একটি দেশের গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার অভিযোগও আনা হয়েছিল।

অভিযোগ ওঠার পর দেশ থেকে পালিয়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন জামে। ইরানি গোয়েন্দারা ২০১৯ সালের সেপ্টেম্বরে তাকে ইরাক থেকে আটক করে দেশে ফিরিয়ে নিয়ে আসে। বিপ্লবী বাহিনীর আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পর রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায়ই বহাল রাখে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়