Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১ ১৪২৮ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪৩

মদ পানে বাড়ে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:০৭, ২৯ ডিসেম্বর ২০২০
মদ পানে বাড়ে করোনার সংক্রমণ

করোনার সংক্রমণ বাড়ার পেছনে মদেরও ভূমিকা রয়েছে দাবি করে এটি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দিয়েছেন।

করোনার নতুন নিষেধাজ্ঞার আওতায় প্রেসিডেন্ট দেশের সব বার বন্ধ, সমুদ্র সৈকত ও সরকারি সুইমিং পুলসহ সংক্রমণের হটস্পটগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন। এর বাইরে নৈশ কারফিউর মেয়াদ চার ঘণ্টা বাড়ানো হয়েছে।

রামাফোসা বলেছেন, ‘মদের নেশায় কারণে বেপরোয়া আচরণের ভূমিকা রয়েছে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে। মদ সংশ্লিষ্ট দুর্ঘটনা ও সহিংসতা আমাদের হাসপাতালগুলোর জরুরি বিভাগে চাপ ফেলছে।’ 

তিনি জানান, মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে। অন্যান্য নিষেধাজ্ঞার মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিষয়টিও রয়েছে। মাস্ক না পরলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন নির্দেশনায়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়