ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রিটেনের হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা প্রথম ঢেউকে ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:২০, ২৯ ডিসেম্বর ২০২০
ব্রিটেনের হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা প্রথম ঢেউকে ছাড়িয়ে

করোনার প্রাদুর্ভাবের পর প্রথম ঢেউয়ে ব্রিটেনের হাসপাতালগুলোতে যত রোগী ভর্তি হয়েছিল, দ্বিতীয় দফায় সেই সংখ্যা অতিক্রম করেছে। মঙ্গলবার ডেইলি দেশটির মেইল স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল হেলথ সার্ভিসের পরিসংখ্যানে দেখা গেছে, সোমবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনা শনাক্ত হওয়া ২০ হাজার ৪২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অথচ এক সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল ১৭ হাজার ৭০০ জন। প্রথম দফা ঢেউয়ে গত ১২ এপ্রিল ১৮ হাজার ৯৭৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তির তথ্য রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী কয়েক দিনের  মধ্যে শুধু ইংল্যান্ডের হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা প্রথম ঢেউয়ের থেকেও ছাড়িয়ে যাবে। নতুন বছরের প্রথম দিনেই তা ২০ হাজারে পৌঁছতে পারে।

বিজ্ঞানীরা প্রধানমন্ত্রী বরিস জনসনকে সংক্রমণের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসব পদক্ষেপের মধ্যে তারা মাধ্যমিক স্কুল বন্ধ, পাব ও অতিপ্রয়োজনীয় নয় এমন  সব ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়ার কথা বলেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়