ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১১:১১, ৩১ ডিসেম্বর ২০২০
সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৩৭

সিরিয়ায় একটি বাসে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) গুপ্ত হামলায় ৩৭ সেনা নিহত হয়েছে। গত বছর আইএসের তথাকথিত খেলাফতের পতনের পর বুধবার (৩০ ডিসেম্বর) এটি ছিল সবচেয়ে বড় হামলা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ছুটি শেষে সেনারা বাড়ি ফিরছিল। দেইর এজর প্রদেশে তাদের বহনকারী বাসটি লক্ষ্য করে হামলা চালায় আইএস। 

সিরিয়ার সরকারি সংবামাধ্যম সানা জানিয়েছে, ‘সন্ত্রাসী হামলায়’ ২৫ ‘নাগরিক’ নিহত ও ১৩ জন আহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, ‘আইএসের তথাকথিত খেলাফতের পতনের পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা।’

তিনি জানান, শুলা গ্রামের সড়কে সন্ত্রাসীরা বোমা পুঁতে রেখেছিল। চতুর্থ ডিভিশনের সেনাদের বাসটি সড়ক অতিক্রমের সময় বোমাটি বিস্ফোরিত হয় এবং এসময় আইএস যোদ্ধারা গুলি ছুঁড়তে শুরু করে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে আট কর্মকর্তা রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১২ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়