ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার নাবিকদের জিম্মির অভিযোগ অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৫ জানুয়ারি ২০২১  
দক্ষিণ কোরিয়ার নাবিকদের জিম্মির অভিযোগ অস্বীকার ইরানের

দক্ষিণ কোরিয়ার জাহাজ ও নাবিকদের জিম্মি করে রাখার অভিযোগ অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার ইরান সরকারের এক মুখপাত্র অভিযোগটি অস্বীকার করেন।

সোমবার হরমুজ প্রণালিতে এমটি হানকুক চেমি নামের একটি জাহাজ ও এর ২০ নাবিককে ইরান জিম্মি করেছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, জিম্মিদের মুক্তিপণ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় সিউলে থাকা ৭০০ কোটি মার্কিন ডলার ছাড়ের দাবি করা হয়। অবশ্য ইরান জানিয়েছে, মুক্তিপণের জন্য নয়, বরং পরিবেশগত কারণে তারা জাহাজটি আটক করেছে।

মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র আলি রাবেই বলেছেন, ‘আমরা এ ধরনের অভিযোগে অভ্যস্ত। তবে জিম্মির কোনো কথা হলে সেটা দক্ষিণ কোরিয়া সরকার করেছে, যারা ভিত্তিহীনভাবে আমাদের  ৭০০ কোটি ডলার আটকে রেখেছে।’

দক্ষিণ কোরিয়া সরকার সেদেশে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে এবং জাহাজটিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তেহরানের সঙ্গে আলোচনার জন্য ইরানে প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সিউল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়