ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাম্পের টুইটার-ফেসবুক অ্যাকাউন্ট ব্লকড

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:০০, ৭ জানুয়ারি ২০২১
ট্রাম্পের টুইটার-ফেসবুক অ্যাকাউন্ট ব্লকড

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির কর্তৃপক্ষ।

ফেসবুক ঘোষণা করেছে, তারা আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট অনুমোদন করবে না। টুইটারও ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য ব্লক করে দিয়েছে। নীতিমালা বিরোধী পোস্ট করায় ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন এই পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটও ট্রাম্পকে ২৪ ঘণ্টার জন্য ব্লক করে রেখেছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশনে এ হামলার ঘটনা ঘটে। এতে এক নারী নিহত হয়েছেন। 

এদিকে, কংগ্রেস ভবনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। 

তথ‌্যসূত্র: বিবিসি

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়