ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৭ জানুয়ারি ২০২১  
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে এক দিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৬৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত রোববার দেশটিতে মৃতের সংখ্যা তিন লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘বিশ্বে করোনার হটস্পট হতে পারে অ্যারিজোনা অঙ্গরাজ্য।’

অ্যারিজোনা পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান উইল হাম্বলে বলেন, ‘ইতোমধ্যে জুলাইয়ের চেয়েও খারাপ পরিস্থিতিতে রয়েছে এবং এটি আরও খারাপের দিকে যাচ্ছে। আমাদের পরিস্থিতির হিসেবে আমারা সম্ভবত লস অ্যাঞ্জেলসের তুলনায় দুই সপ্তাহ পিছিয়ে আছি।’

অ্যারিজোনায় দৈনন্দিন আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। রাজ্যটিতে করোনায় দৈনন্দিন মৃত্যুর গড় তিন অংকের সংখ্যায় রয়েছে। হাসপাতালগুলো রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়