ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভুটানে প্রথম করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৮ জানুয়ারি ২০২১  
ভুটানে প্রথম করোনায় মৃত্যু

বিশ্বে করোনা মহামারি ছড়িয়ে পড়ার ১০ মাসেরও বেশি সময় পর ভুটানে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

৩৪ বছরের ওই ব্যক্তি লিভারের সমস্যায় ভুগছিলেন। ২৩ ডিসেম্বর তার করোনা শনাক্ত হয়। রাজধানী থিম্পুর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

গত মার্চ থেকে ভুটান সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে। গত কয়েক মাস ধরে দেশটিতে কোনো বিদেশি পর্যটক নেই বলে জানিয়েছে সরকার।

গত ডিসেম্বরে স্থানীয় এক নারীর মধ্যে প্রথম কোভিড-১৯ এর লক্ষণ পাওয়া যায়। তিনি এর আগে বিদেশে ছিলেন। ওই নারী ও তার সংস্পর্শে আসা লোকজন সারা দেশ সফর করেছিলেন। ডিসেম্বরের শুরুতে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭০ এ পৌঁছেছে। 

ভুটানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘চলমান প্রাদুর্ভাব আগেরটির চাইতেও অনেক বেশি বড়।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়