ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:২২, ৮ জানুয়ারি ২০২১
মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইরানের

উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির তথ্য প্রকাশ করলো ইরানের বিপ্লবী বাহিনী। শুক্রবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তেহরান এমন সময় এ তথ্য প্রকাশ করলো যখন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

বিপ্লবী বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘বিপ্লবী বাহিনীর নৌবাহিনীর কৌশলগত ক্ষেপণাস্ত্রের যে কয়টি ঘাঁটি রয়েছে এটি তার একটি।’

গত বছর পারস্য উপসাগর উপকূলে ইরান ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ নির্মাণ করেছিল। ইরানের শত্রুদের জন্য এগুলো ‘দুঃস্বপ্ন’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।

সালামি বলেছেন, ‘এই ক্ষেপনাস্ত্রগুলোর কয়েকশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এবং এগুলোর ধ্বংস ক্ষমতা ব্যাপক। এগুলো শত্রুর ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম।’

২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বের করে নেওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কের অবনতি শুরু হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়