ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাজ্যে করোনার নতুন রূপ ‘নিয়ন্ত্রণের বাইরে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ৮ জানুয়ারি ২০২১   আপডেট: ২২:১৪, ৮ জানুয়ারি ২০২১
যুক্তরাজ্যে করোনার নতুন রূপ ‘নিয়ন্ত্রণের বাইরে’

যুক্তরাজ্যজুড়ে অতিসংক্রামক নতুন করোনাভাইরাসের রূপটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপের ঝুঁকিতে থাকায় শুক্রবার লন্ডনে ‘বড় ঘটনা’ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর দেশের তালিকায় পঞ্চম ব্রিটেন। দেশটিতে কোভিড-১৯ এ মৃত্যু ৭৮ হাজার ছাড়িয়েছে। 

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোর কোনো বিছানা খালি থাকবে না। 

শুক্রবার তিনি বলেছেন, ‘আমরা একে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘোষণা করছি, কারণ এই ভাইরাসের হুমকি আমাদের নগরীকে সংকটের স্থানে দাঁড় করিয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণত হামলা বা গুরুতর দুর্ঘটনা বিশেষ করে গুরুতর ক্ষতি, সংহতিনাশ বা মানবজীবনের ওপর ঝুঁকি কিংবা কল্যাণ, জরুরি সেবা, পরিবেশ বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত পরিস্থিতিকে বোঝাতে ‘জরুরি ঘটনা’ বলা হয়। সর্বশেষ ২০১৭ সালে গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় ‘জরুরি ঘটনা’ ঘোষণা করা হয়। ওই ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়