ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫০, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:১৩, ৯ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার সেখানে মারা গেছে ৪ হাজার ৮৫ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। খবর আনাদোলু এজেন্সির।

এর আগে বুধবার সেখানে মারা গিয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৮৫৪ জন। গেল তিনদিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনায় মারা গেছে ১১ হাজার ৭০৬ জন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ৭৫ হাজার।

বড়দিনের ছুটি কাটানোর পর যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ায় (২৫ লাখ), টেক্সাসে (১৯ লাখ) ও ফ্লোরিডায় (১৪ লাখ)।

মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১৫ লাখেরও বেশি মানুষ। মারা গেছে ৩ লাখ ৭৬ হাজার ৩৭ জন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়