ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১৩ জানুয়ারি ২০২১  
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

সিরিয়ায় রাতভর ইসরায়েলের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। ২০১৮ সালের পর সিরিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ হামলা বলে বুধবার যুদ্ধ পর্যবেক্ষক একটি সংস্থা জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার ইরাক সীমান্তবর্তী দেইর ইজর শহরে ১৮টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ার ৯ সেনা ও দেশটির মিত্রবাহিনীর ৩১ সেনা নিহত হয়। মিত্রবাহিনীর এই সেনারা ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ফাতিমিদ ব্রিগেডের সদস্য।

এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

এর কয়েক ঘণ্টা আগে ইরাক সীমান্তের কাছে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। এতে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ১২ সেনা নিহত হয়। কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, ‘রাত ১টা ১০ মিনিটে ইসরায়েলি শত্রুরা দেইর ইজর ও আলবু কামাল এলাকায় বিমান হামলা চালিয়েছে।

অবজারভেটরির প্রধান রামি আব্দুল রহমান ইসরায়েলের এই হামলাকে ‘২০১৮ সালের জুনের পর’ সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন। ওই বছর ইসরায়েলি হামলায় সরকারি বাহিনীর ৫৫ যোদ্ধা নিহত হয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়