ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৮ মাসের মধ্যে চীনে করোনায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৫১, ১৪ জানুয়ারি ২০২১
৮ মাসের মধ্যে চীনে করোনায় প্রথম মৃত্যু

গত আট মাসের মধ্যে প্রথম বৃহস্পতিবার চীনে করোনায় এক জনের মৃত্যু হয়েছে। করোনার উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল যেদিন দেশটির মাটিতে পা রাখলো কাকতালীয়ভাবে সেদিনই নতুন এই মৃত্যুর খবর এলো।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা মহামারি শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সব দেশে। মার্চে চীনের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চলতি মাসে চীনে নতুন করে করোনার সংক্রমণ ঘটছে। দেশটির উত্তরের একটি জেলা ও একটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং লকডাউনের আওতায় এসেছে দুই কোটির বেশি মানুষ।

বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চীনে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত মার্চের পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। 

স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার করোনায় মৃতব্যক্তির ব্যাপারে বিশদ কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ওই ব্যক্তি রাজধানী বেইজিংকে ঘিরে রাখা হেবেই প্রদেশের বাসিন্দা বলে জানানো হয়েছে।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে অন্তত ৮৮৫ জন করোনা আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়