ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি পর্যালোচনা করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ২১:৩১, ১৪ জানুয়ারি ২০২১
ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি পর্যালোচনা করছে ইসরায়েল

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতির কথা পর্যালোচনা করছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সখ্যতার মাত্রা ছিল অনেক বেশি। এ কারণে নেতানিয়াহুকে প্রাধান্য দিতে গিয়ে ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই পরমাণু চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছেন।

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইরান ইতোমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। তেহরান পরমাণু অস্ত্র তৈরির হুমকিও দিয়ে রেখেছে।

ইসরায়েলের বহুল প্রচারিত দৈনিক ইসরায়েল হায়ওমে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে তিনটি পথের কথা ভাবছে সেনাবাহিনী। তবে প্রয়োজন হলে ইরানের আগ্রাসনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেটিও বিবেচনায় রয়েছে। দ্রুত বিষয়গুলো সরকারের কাছে উপস্থাপন করা হবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেছেন, ‘ইসরায়েলকে সামরিক বিষয়টি টেবিলে রাখা প্রয়োজন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়