ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এক কবুতর নিয়ে বিপাকে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৪ জানুয়ারি ২০২১  
এক কবুতর নিয়ে বিপাকে অস্ট্রেলিয়া

১৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা একটি কবুতরকে হত্যা করতে উঠেপড়ে লেগেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। কবুতরটি অসুখ বয়ে আনতে পারে আশঙ্কাতেই এই কাজটি করতে চাইছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার মেলবোর্নের বাসিন্দা কেভিন সেলি-বার্ড জানান, গত ২৬ ডিসেম্বর তার বাড়ির পেছনে একটি ক্লান্ত পাখিকে দেখতে পান। গত ২৯ অক্টোবর এই পাখিটি যুক্তরাষ্ট্রের অরিগনের একটি প্রতিযোগিতা থেকে উধাও হয়ে যায়।

বিশেষজ্ঞদের ধারণা, কবুতরটি কোনো কার্গো জাহাজে করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে।

কেভিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নামানুসারে কবুতরটি নাম দিয়েছেন জো।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবং দেশটির কোয়ারেন্টাইন ও পরিদর্শন বিভাগের নজর কেড়েছে। পাখিটিকে ধরার জন্য কর্তৃপক্ষকে ইতোমধ্যে কেভিনকে তলব করেছিল।

কেভিন বলেন, ‘তারা বলেছে এটি যদি আমেরিকা থেকে এসে থাকে তাহলে তারা পাখিবাহিত রোগের কারণে উদ্বিগ্ন। তারা জানতে চেয়েছিল আমি এটিকে ধরতে পারব কিনা। সত্যি বলতে কি আমি এটি ধরতে পারব না। আমি এর ৫০০ মিটারের মধ্যে গেলেই এটি উড়ে যায়।’

অস্ট্রেলিয়ার কৃষি বিভাগ জানিয়েছে, কবুতরটির অস্ট্রেলিয়ার থাকার সুযোগ নেই। কারণ এর ফলে অস্ট্রেলিয়ার খাদ্য নিরাপত্তা ও  আমাদের বন্যপ্রাণিকে বিপদে ফেলা হবে। এটি অস্ট্রেলিয়ার পাখি ও আমাদের পোল্ট্রি শিল্পের জন্য সরাসরি হুমকি।’

পাখিটিকে কোয়ারেন্টাইনে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে বিধায় কর্তৃপক্ষ এখন একে হত্যার কথা ভাবছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়